- ভৌত অবকাঠামো
বিদ্যালয়ের ভৌত অবকাঠামোঃ
১. ভূমিঃ বিদ্যালয়টি ১.৮৪ একর ভূমির উপর অবস্থিত।
২. বিদ্যালয়ের ভবনসমূহঃ প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জনাব মীর একেএম গোলাম কাদের সাহেবের একান্ত প্রচেষ্টায় ৬টি কক্ষ বিশিষ্ট ১টি দ্বিতল ভবন নির্মিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৩টি কক্ষ বিশিষ্ট ১টি এক তলা ফ্যাসেলিটিস ভবন, ৬টি কক্ষ বিশিষ্ট ১টি ২তলা ফ্যাসেলিটিস ভবন নির্মিত হয় এবং ১০টি কক্ষ বিশিষ্ট একটি ৪ তলা ভবন নির্মান কাজ সম্পন্ন হয়েছে।। ৪টি কক্ষ বিশিষ্ট ১টি দোতলা ভবন, প্রাক্তন ও বর্তমান সভাপতি ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গের অর্থায়নে বিদ্যালয়ে পাঠাগার ও বিজ্ঞানাগার নির্মিত হয়।
৩. বিদ্যালয়ের শ্রেণীকক্ষসহ অন্যান্য কক্ষসমূহঃ অত্র বিদ্যলয়ে ১৮টি শ্রেণীকক্ষ ০১টি অফিসকক্ষ, ০১টি শিক্ষক মিলনায়তন, মেয়েদের জন্য ০১টি কমনরুম, নামাজের জন্য ০১টি কক্ষ, ০২টি বিজ্ঞানাগার, ১টি পাঠাগার, ১টি ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাশরুম সহ মরহুম আলহাজ্ব মীর একেএম সিরাজুল ইসলাম নামীয় ১টি মিলনায়তন রয়েছে।
৪. মাল্টিমিডিয়া ক্লাশ রুমঃ ১টি ল্যাপটপ কম্পিউটর, ১টি ডেক্সটপ কম্পিউটার, ১টি প্রজেক্টর, ১টি বড় পর্দা, ৩টি প্রিন্টার, ১টি মডেম, ১টি ইউপিএস নিয়ে অত্র বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাস রুম সু-সজ্জিত আছে।
৫. বিজ্ঞানাগারঃ আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও আসবাবপত্র দিয়ে বিজ্ঞানাগারটি সু-সজ্জিত রয়েছে। বিজ্ঞানাগারে মাইক্রোস্কোপ, ভার্নিয়ার স্কেল, সরল দোলকসহ প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদী সংরক্ষিত আছে।
৬. গ্রন্থাগারঃ অত্র বিদ্যালয়ে গল্প, উপন্যাস, বিশ্ব সাহিত্য প্রকাশনার বই নিয়ে প্রায় ৩,০০০ এর অধিক বই গ্রন্থাগারে সংরক্ষিত আছে।
৭. স্যানিটেশন ব্যবস্থাঃ অত্র বিদ্যালয়ে ১৪টি টয়লেট ও ০১টি সচল নলকূপ (প্রস্তাবিত একটি গভীর নলকূপ) সহ ট্যাংকের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে।
৮. বিদ্যালয়ের আসবাবপত্রঃ বিদ্যালয়ে ৬টি ষ্টিল আলমিরা, ১টি ওয়াল ক্যাবিনেট, ২টি কাঠের আলমিরা, ০৩টি ষ্টিল তাক, ০২টি ফাইল ক্যাবিনেট, ০৭টি বইয়ের তাক, ০৪টি সোকেস, ৪৬ টি চেয়ার, ২৩টি টেবিল, ২৬৬ জোড়া বেঞ্চ, ২৪টি একক বেঞ্চ, ২০ টি টুল ও ০৩টি কম্পিউটার টেবিল রয়েছে।
৯. স্কাউটস্ সামগ্রীঃ স্কাউটস্ ড্রাম বড় ০২টি, ছোট ০২টি, বাঁশি ০১টি, ঝুড়ি ০১জোড়া, ঝুমুর ০১টি, স্কাউট ড্রেস ১৭ সেট আছে।
১০. খেলাধুলা সামগ্রীঃ ভলিবল ০১টি, ক্রিকেট ব্যাট ০২টি, স্টাম্প ০১সেট, উইকেট গ্লাভস ০১ জোড়া, প্যাড ০১ জোড়া, হেলমেট ০১ জোড়া, ব্যাডমিন্টন র্যাকেট ৬টি, চাকতি ০২টি, গোলক ০২টি, বর্ষা ০১টি, ক্যারাম বোর্ড ০১টি, দাবা বোড ০২টি, ফুটবল ০১টি।
১১. সাংস্কৃতিক সরঞ্জামঃ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার পাশা-পাশি সাংস্কৃতিক চর্চাও করা হয়। ০২টি হারমনিয়াম, ০১ জোড়া তবলা, ০১টি মাইক অত্র বিদ্যালয়ে সংরক্ষিত আছে।
১২. বৈদ্যুতিক সামগ্রীঃ অত্র বিদ্যালয়ে অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন, ক্লাশরুম সহ সকল কক্ষে মোট ৮৯ টি সিলিং ফ্যান, ০২টি বড় স্ট্যান্ড ফ্যান ও ৩৪টি টিউব লাইট ও ২০টি এনার্জি লাইট রয়েছে।
১৩. আইসিটিডি ডিজিটাল কম্পিউটার ল্যাব ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন “ডিজিটাল বাংলাদেশ” বাস্তবায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের সহযোগীতায় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয় যা বর্তমানে আইসিটিডি ডিজিটাল কম্পিউটার ল্যাব নামে পরিচিত। উক্ত ডিজিটাল ল্যাবের নিরাপত্তা রক্ষায় প্রায় ২,০০,০০০/- (দুই লক্ষ) ব্যায়ে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কলাপসিবল গেইট, থাই গ্লাস, রং, চুনকাম, ইলেকট্রিক ওয়ারসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়।
১৪. বিদ্যালয় মিলনায়তনঃ বিদ্যালয়ের নিজস্ব তহবিল হতে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ব্যয়ে বিদ্যালয়ের যাবতীয় অনুষ্ঠানাদী ও জাতীয় দিবস সমূহে গৃহীত কর্মসূচী পালনের জন্য বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ভবনের নিচ তলায় মীর এ কে এম সিরাজুল ইসলাম নামীয় স্থায়ীভাবে মিলনায়তন ও স্থায়ী মঞ্চ বিদ্যমান রয়েছে।
- সভাপতির বার্তা

বিস্তারিত...
- প্রধান শিক্ষকের বার্তা

বিস্তারিত...
- গুরুত্বপূর্ণ লিংক
- গুগল ম্যাপ
- অফিসিয়াল ফ্যান পেইজ
- জাতীয় সংগীত